মেহেরপুর প্রতিনিধি:
বৃহস্পতিবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তউল্লাহ অসুস্থ গরুর মাংস বিক্রি করার অভিযোগে আটক আসামি হামিদুল ও হাবিবুরের জামিন নামঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা গেছে গত ৫ ফেব্রুয়ারি মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের রহিস উদ্দিন এর ছেলে হাবিবুর রহমানের অসুস্থ-রুগ্ন একটি গরু জবাই করে হোসেন মোল্লার ছেলে হামিদুলের মাধ্যমে মেহেরপুরের আব্দুর রহমানের ছেলে পারভেজ কসায়ের মাধ্যমে ওই গরুর মাংস বিক্রি করে। বিষয়টি জানাজানি মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম বাদী হয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলা তারানগর গ্রামের রহিস উদ্দিন এর ছেলে হাবিবুর এবং হোসেন মোল্লা ছেলে হামিদুলকে আসামি করে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৪ ধারায়ববিশুদ্ধ খাদ্য আদালতে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-২।পরে পুলিশ তাদের আটক করে আদালতে প্রেরন করলে আদালত জামিন নামঞ্জুর েোর কারাগারে প্রেরন করে।