তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় বুদু হালদার নামের এক ব্যক্তি কে মারধর। তাকে হাসপাতালে দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন বামন পাড়া মহাশ্মশান মন্দিরের সাধারণ সম্পাদক কাজল দত্ত দুজনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত মধ্যরাতে বামনপাড়া এবং মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে শুক্রবার দিবাগত রাতে বামন পাড়ার ভিকা হালদারের ছেলে বুদু হালদারের দোকানের সামনে কয়েক ব্যক্তি আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। এসময় এসময় বুদু হালদার তাদের বকাবকি করলে সেখানে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মুকুল দাসের ছেলে অরুন দাস, বাবুল দাস এর ছেলে সোহাগ দাস, শ্যাম দাসের ছেলে মন্টু দাস, মন্টু দাসের ছেলে লালন দাসসহ কয়েক ব্যক্তি বুদু হালদার কে মারধর করে। এসময় আহত অবস্থায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে খবর পেয়ে মহা শ্মশান ঘাট পূজা মন্দিরে সাধারণ সম্পাদক কাজল দত্ত বুদু হালদার কে দেখতে যান। এসময় এসময় কাজল দত্ত বুদু হালদার কে হামলার কারণ জানতে চাইলে তারা কাজল দত্ত উপর চড়াও হয়ে মারধর করে। এতে কাজল দত্ত আহত হন। তার মাথায় ১৪ টি সেলাই হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।