মাহবুবুল হক পোলেন :
আজ মহাগুরুর জন্মদিন। যার জন্ম মেহেরপুরকে আলোকিত করেছে । মেহেরপুরের সাংবাদিকতার বাগানকে করেছে সুরোভিত। তিনি তোজাম্মেল আযম। দৈনিক আযম, সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক। একাধিক বইয়ের রচিয়তাও তিনি। সাংবাদিক গড়ার জনক তিনি ।
১৯৯২ সাল। মেহেরপুর শহরের কাথুলি সড়কে দৈনিক আযম ও সাপ্তাহিক পরিচয়ের অফিস। হঠাৎ একদিন বিকালে সাপ্তাহিক পরিচয়ের অফিসে গেলাম। একটি কাঠের চেয়ারে বসে আছেন আযম ভাই ( তখন আমি উনার পরিচয় জানতাম না)। আমি উনাকে সালাম দিলাম। উনি উত্তর দিয়ে বললেন কিছু বলবে। আমি বললাম সম্পাদকের সাথে দেখা করবো। উনি হেসে বললেন কি দরকার আমাকে বলা যাবেনা। আমি আবারও বললাম সম্পাদককেই আমার দরকার।এবার উনি আমাকে বসতে বললেন। আমি বসলাম। এবার বললেন আমাকে বলো আমি সম্পাদককে জানিয়ে দেবো। আমি এক কথায় বললাম ‘সাংবাদিক হবো’। উনি আবারও হাসলেন, বললেন হয়ে যাও। কাল সকালে চলে আসো। পরেরদিন সকালে গেলাম উনি আমাকে সংবাদ লিখতে বললেন। আমাকে সাংবাদিকতায় হাটতে শিখালেন। উৎসহ দিলেন, নিউজের সন্ধান দিলেন। আজকে সাংবাদিক পোলেনের জন্ম দিলেন। শুধু পোলেন নয় এমন অনেক পোলেনের জন্ম দিয়েছেন এই মানুষটি। যারা মেহেরপুরের গন্ডি পেরিয়ে কাজ করছেন। অনেক সাংবাদিকের জনক তিনি, মহা গুরু তিনি। শুভ জন্ম দিন জনক।
(লেখক- প্রথম রাজধানীর সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের জেল প্রতিনিধি ও মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি))