মেহেরপুর প্রতিনিধি:
৩৪ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামী মোয়াজ্জেম শেখকে(৫৫) আটক করেছে বামন্দি ক্যাম্পের পুলিশ। মোয়াজ্জেম শেখ গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেব নগর গ্রামের বদর উদ্দিনের ছেলে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের ব্রিজের উপর অভিযান চালিয়ে মোয়াজ্জেম শেখ আটক করে। তখন তার কাছ থেকে ৩৪ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজসহ মাদক পাচারে ব্যাবহিত ব্যাটারী চালিত পাখি ভ্যান উদ্ধার করে বামন্দি ক্যাম্পের পুলিশ।
বামন্দী পুলিশ ফাড়ি ইনচার্জ শরীফ হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তেতুলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আমি বামন্দী পুলিশ ফাড়ির টু আইসি শরীফুল ইসলামসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে কল্যানপুর উত্তরপাড়ার ব্রিজের উপর থেকে ভ্যান চালক মোয়াজ্জেম শেখকে তল্লাশি করে ভ্যানের নিচে সার্জিক্যাল সাদা টেপে মোড়ানো প্যাকেটের মধ্যে থাকা ১ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করি।
তিনি আরো জানান,আটকৃত মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে পূর্বে ডাকাতি মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।
পরে আটকৃত মোয়াজ্জেম ও পাচারে ব্যাবহিত ব্যাটারি চালিত পাখি ভ্যানটি জব্দ করে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।