মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে চাল, ডাল, তেল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বুধবার বিকালের দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম।
এসময় তিনি বলেন, লাগামহীন বৃদ্ধির কারণে এদেশের জনগণ আজ নিপিড়ীত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল সরকার দলের নেতৃবৃন্দ তারা শুধু অর্থ লুট করেই ক্ষান্ত হননি গত দুই বছরে সরকার দলীয়রা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ।
আজ দেশে শুধু লুট, লুট আর হরিলুট চলছে। এই করোনাকালীন সময়ে ২৪ হাজার কোটি টাকা লুণ্ঠন করছেন কোথায় সেই টাকা। আপনারা ভুলে যাবেন না। কোন টাকার হিসাব না দিয়ে বর্ডার পর্যন্ত পার হতে পারবেন না । হিসাব আপনাদের দিতেই হবে।
ভুলে গিয়েছেন হলমার্ক কেলেঙ্ককারীর চার হাজার কোট টাকার কথা। পদ্মা সেতু যে টাকায় তৈরী করার ছিলো তার তিন গুন বেশি টাকায় পদ্মা সেতু করেছেন। যার ঋণ আমাদের ২০৫৭ সাল পর্যন্ত বহন করতে হবে। তাহলে কি চলছে এ দেশে।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আলমগীর খান ছাতু, ইলিয়াস হোসেন, আব্দুর রহমান, , যুগ্ম সম্পাদক প্রফেসর ফয়েজ মোহাম্মদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ।