মেহেরপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি কলেজের খেলার মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক গাজী মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিউল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মহা. আব্দুর রাজ্জাক, শিক্ষা পরিষদের সম্পাদক মোহা. কাবিল উদ্দিন।
মেহেরপুর সরকারি কলেজে ১০০ মিটার দৌড়,২০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজোসহ ১১ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় পতাকা, কলেজের পতাকা ও ক্রিড়া পতাকা উত্তোলন করে করা হয়। এসময় কবুতর উড়িয়ে ও প্রজ্বলিত মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
পূর্ববর্তী খবর