গাংনী প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে মাছের খাবারের বস্তা চাপা পড়ে জুনায়েদ হোসেন (১৩) নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জুনায়েদ হোসেন কাষ্টদহ গ্রামের মৃত বাবুল আক্তারের ছেলে। বুধবার বিকাল ৩ টার সময় উপজেলার ষোলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জুনায়েদ হোসেন মৎস্যচাষী আক্কাস আলীর মাছের খামার দেখাশুনা করতো। বুধবার বিকালে জুনায়েদ মাছের খাবারের বস্তার লট থেকে বস্তা নামানোর সময় আকস্মিক ভাবে কয়েকটি বস্তা তার গায়ের উপর পড়লে সে গুরুতর আহত। আহতবস্থায় তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথি মধ্যে তার মৃত্যু হয়।
মৎস্যচাষী আক্কাস আলীর ছোট ভাই মন্টু মিয়া বলেন, বেশ কিছুদিন যাবৎ জুনায়েদ হোসেন শ্রমিক হিসেবে পুকুরে মাছের খাবার দেয়া সহ মৎস্য খামার দেখাশুনা করতো। অসাবধানতা বসত দূর্ঘটনাটি ঘটেছে। অসহায় পরিবারটিকে মানবিক ভাবে দেখা হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বস্তা চাপা পড়ে শিশু শ্রমিকের নিহতর ঘটনাটি তার পরিবারের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্ববর্তী খবর