মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে আলগামন (স্যালো ইঞ্জিন চালিত) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে েএকজন নিহত ও তিন জন আহত হয়েছেন।
আলগামনের চালক গাংনী উপজেলার করমদি গ্রামের সরকার পাড়ার আকমাল হোসেনের ছেলে রবিউল ইসলাম (৩২) নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটর সাইকেলের ৩ আরোহী। এরা হলেন গাংনী উপজেলার বাওট গ্রামের শফিরুল ইসলামের ছেলে সাইফ(১৮), জমির উদ্দীনের ছেলে অন্তর (১৮), রিয়াজুল ইসলামের ছেলে জুনায়েদ (১৮)।
শনিবার রাত ৯ টার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের মটমুড়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, আলগামনটি কুষ্টিয়া থেকে আসছিল এবং ৩ জন আরোহী নিয়ে একটি মটরসাইকল বিপরিত দিক থেকে আসছিলো। তারা উভয়ে মটমুড়া ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে তারা রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে এলাকাবাসি ও কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠায়।
আলগামন চালক রবিউল ইসলামকে প্রথমে বামন্দী আল শেফা ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশংকা জনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে । পরে কুষ্টিয়া যাওয়ার পথে আকুবপুর নামক স্থানে পৌছালে তার মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ৩ মটরসাইকেল আরোহীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকেও কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্ববর্তী খবর