প্রথম রাজধানী :
মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে
১৩ পুরিয়া গাঁজা ও ১ বোতল ফেন্সিডিলসহ আবু সায়েম (৩৫) কে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গাঁজা ও ফেন্সিডিল রাখার অপরাধে আবু সায়েমকে এক এক মাসের জেল ও ২০০ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আবু সায়েম গাংনী উপজেলার তেরাইল গ্রামের পলদা পাড়ার ইউনুস আলীর ছেলে।
সোমবার দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এ ভ্রোম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আবু সায়েম তান নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সাংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৩ পুরিয়া গাঁজা ও ১ বোতল ফেন্সিডিলসহ আবু সায়েমকে আটক করে।
পরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাজমুল আলম ভ্রাম্যমান আদালতে বসিয়ে ২০১৮ সালের ৩৬/৫ ধারায় ১ মাসের বিন আশ্রম কার দন্ড ও নগদ ২০০ টাকা জরিমানা প্রদান করেন।
পূর্ববর্তী খবর