প্রথম রাজধানী :
পুলিশ কনস্টেবল আলাউদ্দিন হত্যার অভিযোগে ৪ জনকে সশ্রম কান্ড ও ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের রায় দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্তি জজ আদালতরে বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দনে।
কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন কুস্টিয়া জেলার মিরপুর উপজেলার বালিদাপাড়া গ্রামের কালু ম-লের ছেলে আনিস মন্ডল, একই গ্রামের আব্দুল মালেক ম-লের ছেলে তাহাজুত হোসেন, সানাউল্লাহর ছেলে শাকিল হোসেন ও রুবেল হোসেন।
উল্লেখ্য ২০১৫ সালের ২৪ জুলাই গাংনী উপজেলার পীরতলা পুলিশ ক্যাম্পের এস আই সুবীর রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল বামুন্দি -কাজিপুর এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময়ে গোপন সূত্রে খবর পান মাইক্রো যোগে (কুস্টিয়া-চ ০২-০০১১) মাদকদ্রব্য পাচার করা হচ্ছে। পুলিশ পীরতলা সাহবেনগর নামক স্থানে অবস্থান নিয়ে মাইক্রোটিকে আটকানোর জন্য রাস্তার উপরে কাঠের গুড়ি ফেলে ব্যারিকডে দেয়। মাইক্রোটি পুলশিরে উপস্থিতি টের পেয়ে গাছের গুড়ির পাশ কাটিয়ে পালাবার চষ্টো করে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলশি কনস্টেবল আলাউদ্দিন কে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাইক্রোর বাম্পারে আটকে যান। পুলিশ কনস্টবেল আলাউদ্দনিকে টেনেহিঁচরে প্রায় দড়ে কিলোমটিার দূরে নেওয়ার পর হাড়াভাঙ্গা ডিএইচসিপি আর ফাজলি মাদ্রাসার সামনে স্পিড ব্রেকারে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুস্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কনস্টেবল আলাউদ্দিন মৃত্যুবরণ করেন।
পূর্ববর্তী খবর