প্রথম রাজধানী :
মেহেরপুরের গাংনীতে ৬৬ বোতল ফেন্সিডিলসহ মোটরসাইকেল আটক করেছে করেছে ভবানী ক্যাম্পের পুলিশ। তবে ম্টের সাইকেলের দু আরহী এসময় পুলিশের চোঁখ ফাকি দিয়ে পালাতে সক্ষম হয়।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ভবানী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই জহির রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল রামনগর-বামুন্দি সড়ক থেকে ফেন্সিডিলসহ মোটরসাইকেল উদ্ধার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান, রামনগর-বামুন্দি সড়কের রামনগর নামক স্থান দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় ভবানি ক্যাম্প পুলিশ। এ গোপন সংবাদের ভিত্তিতে ভবানী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই জহির রায়হানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল(ঢাকা মেট্রো-হ-৩৩-৩১২১) উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেলে থাকা ভবানীপুর গ্রামের আলী হোসেন কটার ছেলে রায়হান হোসেন(২৮) ও চর গোয়াল গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ইলিয়াস হোসেন(২৮) পালিয়ে যায়। পলাতক ২ আসামীকে আটকের চেষ্টা করছে পুলিশ।