প্রথম রাজধানী :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে পুরস্কার বিতরণ ও র্যালী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মনসুর আলম খানের নেতৃত্বে র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় সূত্র থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালী শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনার সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনার সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান।
মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবী প্রতিনিধি শহীদ সাদিক হোসেন বাবুল, মৎস্যজীবী ক্ষুদিরাম হালদার, মজিরুল ইসলাম প্রমূখ।
পরে মৎস্য সেক্টরের বিশেষ অবদান রাখায় মেহেরপুর শহরের মালোপাড়ার কামাল হাসান, মুজিবনগরের নাজিরাকোনা গ্রামের রফিকুল ইসলাম, গাংনীর সনঘাট গ্রামের মজিরুল ইসলাম এবং সদর উপজেলার পাটাপোকা গ্রামের শরিফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।