প্রথম রাজধানী:
মুজিবনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আবাহনী | ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক পৃষ্ঠপােষক বীর মুক্তিযােদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বীর মুক্তিযােদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, মুজিবনগর থানা ইনচার্জ মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তােতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযােদ্ধা বৃন্ধ, বাগােয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হােসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজীব, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান মানিক এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের আয়ােজনে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবের সঞ্চালনায় বীর মুক্তিযােদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জীবনের উপরে এক আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
পূর্ববর্তী খবর