মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে গাংনী উপজেলার কামারখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো কামারখালী গ্রামের মৃত দশিরের ছেলে হারুন-আর-রশিদ(৬০) তার ছেলে জাফর আলী হিরণ(৩৯) ও পুত্রবধূ সাবিনা আক্তার(৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি জায়গা বিরোধের জের ধরে দীর্ঘদিন তাদের মাঝে বিবাদ চলে আসছিল। আজ সকালে আবু সালে জাকারিয়া ওরফে মুন জমি মাপার জন্য আমিন আনলে
হারুন-আর-রশিদ পরিবারের লোকজন বাধা দিলে মুনের লোকজন দেশীয় অস্ত্র ,ডাসা, দা ,হাসুয়া, লাঠী নিয়ে হারুন-আর-রশিদ পরিবারের লোকজন আহত করে।
স্থানীয়রা হারুন-আর-রশিদ, তার ছেলে ও পুত্রবধূকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
হারুন-আর-রশিদ ছেলে জাফর আলী হিরণ জানান, দীর্ঘদিন জমি-জায়গা সংক্রান্তে আবু সালে জাকারিয়া ওরফে মুন’দের সাথে আমাদের বিবাদ চলছিল। জমি জায়গার বিষয়ে মীমাংসা হওয়ার কথা থাকলেও তারা সেটি না করে।তারা আমিন এনে জমি মাপার কাজ শুরু করেন।এতে আমি ও পরিবারের লোকজন বাধা দিলে তারা ৬-৭ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের কুপিয়ে আহত করে। স্থানীয় সহায়তায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।