মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুওে দেশী অস্ত্র ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো গাংনী উপজেলার গাড়বাড়িয়া গ্রামের মৃত পঞ্জত শেখের ছেলে শাহারুল ইসলাম ওরফে আবেদ (৪২), সদর উপজেলার কালীগাংনী গ্রামের আনিছুর রহমানের ছেলে চঞ্চল আলী (৩০) ও কুতুবপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে সাব্দুল ইসলাম (৪৮)।
মেহেরপুর ডিবি পুলিশ জানান আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকালে মেহেরপুর সদও উপজেলার কামদেবপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধাকৃত হেরোইনের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
অতিরিক্ত পুলিশ ুুপার (সার্কেল) আজমল হোসেন জানান, মেহেরপুর ডিবি পুলিশ গোপন সংবাদেও ভিত্তিতে জানতে পারে হরিরামপুর সীমান্ত দিয়ে মাদকের এটি বড় চালন আসছে। এমন সংবাদের ভিত্তিতে রাত মেহেরপুর ডিবি ওসি সাইফুল ইসলাম, ও এসআই আশরাফের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় কামদেবপুর স্কুলের কাছে বেশ কয়েক জনের গতিবিধি সন্দেহ জনক হলে ডিবি পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় ঐ তিনজনকে আটক করা হয় ও বাকিরা পালিয়ে যায়। এ সময় তাদের ব্যাগ ও শরীর তল্লাশী চালিয়ে ১৫০ গ্রাম হেরোইন ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এরা একটি সঙ্গবদ্ধ বড় মাদক ব্যবসায়ী। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের নামে এর আগে কোন মাদক মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।