মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীর পাটের গুদামে আগুন লেগে প্রায় ৬০ হাজার টাকার পাট পুড়ে গেছে। আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা একসাথে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে না আসলে গুদামের সব পাট পুড়ে যাওয়া সহ বড় ধরনের ক্ষয় ক্ষতির সম্ভবনা ছিলো ।
বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলার দেবীপুর গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,পাটের গুদামে আগুন লেগেছে এমন চিৎকার শুনে বাজারের লোকজন ছুটে আসে। সবাই একসাথে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু তার আগেই প্রায় ৬০ হাজার টাকার পুড়ে যায়। পরে সংবাদ পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের একটি টিম ঘটনা স্থলে পৌছায়।
পাট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন,আমি সকালে পাটের ঘরে গিয়ে পাট দেখে এসেছি। তারপরে কিছুক্ষণ পরেই শুনতে পায় আগুন ধরে গেছে।আমি দ্রুত ঘটনা স্থলে এসে দেখি অনেক পাট পুড়ে গেছে। । স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে ঘরের সমস্ত পাট পুড়ে যেত।
বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহক আলী জানান,অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থানে পৌঁছায়।তবে আমরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় স্থানীয়রা।
পূর্ববর্তী খবর