মেহেরপুর প্রতিনিধি (০৫.০৪.২৩)
মেহেরপুরের মুজিবনগরে ৩ সাংবাদিকের নামে মামলা হওয়ার রেশ কাটতে না কাটতেই আবারো ৩ সাংবাদিকের নামে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ মলার আসামিরা হলেন মেহেরপুরের স্থানীয় অনলাইন পত্রিকা মেহেরপুর নিউজের সম্পাদক পলাশ খন্দকার, বার্তা সম্পাদক মিজানুর রহমান ও মুজিবনগর প্রতিনিধি ডালিম।
মেহেরপুর নিউজে “ ২৭ বছর পর জমি নিজের দাবি করে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কোমর উদ্দিন মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার বাদী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (বিলুপ্ত) ৫৭ ধারায় এ মামলাটি করেছেন। মামলার বিচারক পিআইবিকে তদন্ত দিয়ে আগামী ১৪ মের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।
পূর্ববর্তী খবর