মেহেরপুর প্রতিনিধি; ২২-০৫-২০২৩
কমিনিটি ক্লিনিক জাতির পিতা শেখ মুজিবরের স্বপ্ন । বাংলাদেশের প্রত্যান্ত গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা পায় সেই লক্ষে বঙ্গবন্ধু সরকার কমিনিটি ক্লিনিকের উদ্যোগ নিয়েছিলেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে সেই স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন। তিনি ৫৮ হাজার কমিনিটি ক্লিনিক খুলেছিলেন । ২০০১ সালে এসে বি এন পি জোট সরকার সব ক্লিনিক বন্ধ করে দিয়েছিলো । জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আজ সোমবার দুপুরে মুজিবনগর হাসপাতাল ৩১ শয্যা থেকে ৫০ শয্যা উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন ২০২৩ সালে মুজিবনগর চেকপোষ্ট চালু হবে । তিন দিন আগে মুজিবনগরের ওপারে ভারতের হৃদয়পুরে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এসেছিলেন। ওপারে চেকপোস্টের রাস্তার কাজ পর্যবেক্ষন করেছেন । ভারতের সাথে মুজিবনগর ও বাংলাদেশের ঔতিহাসিক সম্পর্ক সে কারনে এই চেকপোষ্টটি খুব গুরুত্বপূর্ণ ।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম , সিভিল সার্জন জাওয়াহেরুল আনাম সিদ্দিকি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা , সাধারন সম্পাদক আবুল কালাম, মেহেরপুর মহিলা যুবলীগের আহবায়ক সামিরা বশিরা পলি , বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়য়ুব হোসেন ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ।
পূর্ববর্তী খবর