মেহেরপুর প্রতিনিধিঃ ০৫/১০/২৩ ইং।
মেহেরপুরের গাংনীতে দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার বিকালে
সদর উপজেলার আমঝুপি ও চাদবিল এলাকায় অভিযান পরিচালনা করেন মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শিহাব উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই কসমেটিকসকে শিশুদের নকল জনসন অ্যান্ড জনসন তেল এবং মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে মালিক আহসান হাবিবকে ৪১ ও ৫১ ধারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও মেহেরপুর জেলা পুলিশ লাইনের একটি দল উপস্থিত ছিলেন।