মেহেরপুর প্রতিনিধি(১৩.১০.২৩):
ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে মামার সাথে দ্বন্দ্বের জেরে ভাগ্নে আলামিন কে বাড়িতে আটকে রেখে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রামের প্রভাবশালী মালেক খালেক ও তার পরিবারের বিরুদ্ধে। পরে খবর পেয়ে বাড়াদি ক্যাম্পের পুলিশের একটি দল তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতি বার বিকালে মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামে এ ঘটনা ঘটে। আলামিন মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের মৃত ওলি আহম্মেদের ছেলে।
স্থানীয়রা জানায় ফ্রি-ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে মালেকের ছেলে শাহিনের সাথে কাননের হাতাহাতি হয় মাস খানেক আগে। এর পর থেকে কাননের পরিবারকে মালেক- খালেকের পরিবারের লোকজন হুমকী দিয়ে আসছিলো। বৃহস্পতিবার বিকালে কাননের ভাগ্নে আলামিন মেহেরপুর শহর থেকে বাড়ি ফেরার পথে মালেকের বাড়ির কাছে পৌছালে মালেক খালেক ও তার লোকজন আলামিন কে ভ্যান থেকে নামিয়ে বেদম প্রহার করে বাড়ির ভিতরে নিয়ে বন্দি করে রাখে। এ সময় ভ্যান চালক পালিয়ে গিয়ে আলামিনের পরিবারকে খবর দেয়। আলামিনের পরিবার পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে মালেকের বাড়ি থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে । এর কয়েকদিন আগে কাননের বন্ধু আবদুল্লাহকে মেরে আহত করে মালেক খালেকরা ।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে । পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা করছে।