মেহেরপুর প্রতিনিধি (০১.০৯.২৪)
মেহেরপুরের মুজিবনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দায়ের করা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, আওয়ামী লীগ কর্মী ও স্বতন্ত্র (ট্রাক) প্রার্থীর সমর্থক জয়পুর গ্রামের মেম্বার সাকার উদ্দিনের ছেলে রমজান আলী(৫৫), আনন্দবাস গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস(৪০) ও রুহুল আমিনের ছেলে মামুন(৪০)।
মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত জানান, সোমবার রাত ৯ টার দিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাসের বাড়ির সামনে নৌকা ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে হামলায় ৩০ জন আহত হয়। স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও নৌকার সমর্থক আলতাব হোসেন বাদী হয়ে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস সহ ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। বাকিদেরও আটকের চেষ্টা চলছে। আর আর কোন সহিংসতা না ঘটে সে উদ্দেশ্যে ঐ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নির্বাচন পরবর্তী সহিংসতা মামলায় সতন্ত্র (ট্রাক) প্রার্থীর তিন সমর্থক আটক
পূর্ববর্তী খবর