মেহেরপুর প্রতিনিধি:১৮-০১-২০২৪
জাল দলিল করার অপরাধে আশরাফুল আলম নামে একজনকে ২ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রামমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার সময় সরকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রামমান আদালত বসিয়ে এয় কারাদন্ড প্রদান করেন । কারাদন্ডপ্রাপ্ত আশরাফুল আলম মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
সরকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন আশরাফুল আলম মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর মৌজার ২০১২ দাগে চুয়াডাঙ্গা থেকে জাল দলিল তৈরি করেন। দলিল নং ৩২৬৭/২২ । পরে ওই জাল দলিলের বলে মেহেরপুর সদর উপজেলা ভ‚মি অফিসে নাম খারিজ করতে আসেন। সাবরেজিস্টারের সাক্ষর দেখে আমাদের সন্দেহ হয়। সাবরেজিস্টার অফিস থেকে ৩২৬৭/২২ দলিল তুলে জানতে পারি আশরাফুল আলমের দাখিলকৃত দলিলটি জাল। আজ আশরাফুল আলমের নাম খারিজ শুনানি ছিলো। সে তার অপরাধ শিকার করে নিলে ভ্রামমান আদালত বসিয়ে দঃ বিঃ ১৮৬০ এর ২৯১ ধারায় ২ মাসের কারাদÐ প্রদান করি।