মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে মহাসিন হত্যা মামলার পলাতক আমৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি আহসানউল্লাহ ওরফে রিপন(৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে পাবনা সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিপন জেলার গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের আবুছদ্দীনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি জমি জায়গার সংক্রান্ত বিরোধের জেরে গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে মহাসেন আলী ও তার প্রতিবেশী আহসানউল্লাহ ওরফে রিপনের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মহাসেন আলী গুরুতর আহত হন। পরে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় মহাসেন আলীর পরিবারের পক্ষ থেকে রিপন আলীকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার রায়ে রিপন আলীকে আমৃত্যু কারাদন্ড হয়। রায়ের পর থেকে রিপন পলাতক ছিল।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিত কুমার নন্দী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,
গ্রেফতারকৃত রিপনকে আজ মঙ্গলবার মেহেরপুর আদালতে পাঠানো হবে।