অ্যাড: মিয়াজান আলী, ইয়ারুল ইসলামসহ তিনজনের মনোনয়ন পত্র বাতিল
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিয়াজান আলী, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মওলাদ আলী খানের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রির্টার্নিং অফিসার ও মেহেরপুর জেলা প্রশাসক শামিম হাসান। রবিবার সকালে মনোনয়নপত্র যাচাই বাছায়ের শেষ দিনে রির্টার্নিং অফিসার ও মেহেরপুর জেলা প্রশাসক শামিম হাসান তাদের মনোনয়ন পত্র বাতিল করেন ।
অ্যাডভোকেট মিয়াজান আলী স্বতন্ত্র প্রার্থী হবার জন্য মোট ভোটারসংখার ১% সমর্থন হিসাবে সাক্ষরে গড়মিল থাকায় মনোনয়ন পত্র বাতিল হয়েছে। অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ও ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মওলাদ আলীর কাগজপত্রে ত্রটি থাকায় মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
উল্লেখ্য মেহেরপুর -১ আসনে মোট ১০জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন । তিন জন বাতিল হওয়ার পর বৈধ পার্থীরা হলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, , জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ, ন্যাশলনাল পিপলস পাটি তরিকুল ইসালম লিটন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট বাবুল জোম, জাকের পার্টি সাইদুল আলম শাহিন।