মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে নতুন করে ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। জানা গিয়েছে সম্প্রতি করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল। সেই পরীক্ষার ফলে জানা গিয়েছে জেলায় ৩৯ জনের শরীরে করোনার জীবাণু রয়েছে। শনিবার রাতে ৮৩ টি রিপোর্ট এসেছে এর মধ্যে ৩৯ জনের রিপোর্ট পজেটিভ।
মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান,সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, শনিবার তার মধে ৩৯ টি পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমান মেহেরপুর জেলায় পজিটিভ রোগীর সংখ্যা ১৩৫ জন। এর মধ্যে সদর উপজেলায় ৮৩, গাংনী উপজেলায় ৩৬ ও মুজিবনগর -১৬ জন। এ দিকে শনিবার মেহেরপুর জেলায় ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৩ হাজার ৩২১ ডোজ । এযাবত মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৯ লক্ষ ২ হাজার ৩৪০ ডোজ। এর মধ্যে পুরুষ-৪ লক্ষ ২০ হাজার ৬৮৪ ও মহিলা-৪ লক্ষ ৮১ হাজার ৬৫৬। ১ম ডোজ-৫ লক্ষ ১০ হাজার ৭২৮, ২য় ডোজ-৩ লক্ষ ৮৬ হাজার ১৫৫ এবং ৩য় ডোজ-৫ হাজার ৪৫৭।