মেহেরপুর প্রতিনিধি;
মেহেরপুরের সাজিদ আহমেদ কবিতা আবৃতিতে শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ ও ২০২৪ সালের জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার অর্জন করেছে । আজ বুধবার দুপুর ১২টার সময় ঢাকা আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ধর্ম মন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। সাজিদ আহমেদ মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও মেহেরপুর ক্যাশব পাড়া শফিক রহমান সেন্টুর ছেলে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার অনুষ্ঠানে সভাপত্বিত করেন ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক ড. মহাঃ বশিরুল আলম।
এর আগে সাজিদ আহমেদ বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতায় ৩বার মেহেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছিলো।
এবার কবিতা আবৃতিতে ইসলামী ফাউন্ডেশনের জেলা পর্যায়ে ১ম স্থান অধিকার অর্জন করে । বিভাগিয় পর্যায়ে তয় স্থান অধিকার অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করার সুযোগ পায় ও জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার অর্জন করে । সাজিদের সাফল্যে পিতা শফিক রহমান সেন্টু ও মা নাসরিন খাতুন মেহেরপুর বসির দোওয়া চেয়েছেন আগামিতে সাজিদ যেন আরও ভালো কিছু করে মেহেরপুরের মুখ উজ্জল করতে পারে