গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে ২ সন্তানের জননী গৃহবধূ রোকেয়া খাতুন (৩৭)বিষপানে আত্মহত্যা করেছেন
গৃহবধূ রোকেয়া খাতুন (৩৭)হাড়াভাঙ্গা গ্রামের সৌদি ফেরত মাসুদ হোসেনের স্ত্রী ও একই গ্রামের আমির হোসেনের মেয়ে। প্রবাস ফেরত স্বামী মাসুদ হোসেন দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যাওয়ায় অভিমানে মঙ্গলবার দুপুরে রোকেয়া খাতুন স্বামীর গৃহে বিষপান করেছিলেন।বুধবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া খাতুনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান , রোকেয়া খাতুনের সাথে পারিবারিক ভাবে এক যুগ আগে মাসুদ হোসেনের বিয়ে হয়। তাদের দাম্পত্ত জীবনে রয়েছে ছেলে রবিন হোসেন (১৫) ও মেয়ে রুনা খাতুন (৭)। মাসুদ কর্মের সুবাদে কয়েক বছর পূর্বে সৌদি আরবে গিয়েছিলেন। গত সোমবার তিনি সৌদি আরব থেকে বাড়ি পৌঁছান।
মঙ্গলবার দ্বিতীয় স্ত্রী হাড়াভাঙ্গা গ্রামের তাগীদগিরি পাড়ার মৃত সদর উদ্দীনের মেয়ে নার্গিস খাতুনের বাড়িতে যান। খবর পেয়ে প্রথম স্ত্রী রোকেয়া স্বামী মাসুদের উপর অভিমান করে বিষপান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।