মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে তিন টি করাত কলকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ করাতকল স্থাপন ও কাঠ চেরাই করার অপরাধে এ জরিমানা আদায় করে আদালত। একই সাথে এক সপ্তাহের মধ্যে অনুমোদন নেয়ার জন্য নির্দেশ প্রদান করে।
মেহেরপুর জেলা বন বিভগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর উল্লাহ জানান, দির্ঘদিন যাবত কয়েকটি করাত কল অনুমোদন না নিয়ে কাঠ চেরাই করছিল। এ অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান গাংনী উপজেলার তেরাইল বাজারের শরিফুল করাত কলকে সাত হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী ছাতিয়ান বাজারের আমিরুল করাত কলকে পাঁচ হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাসের তেরাইল বাজারের সেলিম করাত কলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
অভিযুক্ত করাতকল মালিকগন সাত দিনের মধ্যে বনবিভাগের কাছ থেকে অনুমোদন নিবেন বলেও প্রতিশ্রুতি প্রদান করেন।
পূর্ববর্তী খবর