মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা প্রশাসন ও পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ গাংনী উপজেলার বিভিন্ন এলাকার ৫০জন চাষি অংশগ্রহণ করেন। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষীদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন, গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান।