গাংনী প্রতিনিধি (২২.০১.২২)
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইবাদতখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্র্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী ফ্র্রী মেডিকেল ক্যাম্পে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক রুগীকে ১০জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা প্রদান করে।
স্বেচ্ছাসেবি সংগঠন পরিবর্তনের মেহেরপুরের সহযোগিতায় ও সাহারবাটী জনকল্যাণ দাতব্য সংস্থার আয়োজনে এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পরিবর্তনের মেহেরপুরের উদ্যোক্তা সাঈদুর রহমান সাঈদ বলেন, করোনা কালিন সময়ে পরিবর্তনের মেহেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের “মানবতার এম্বুলেন্স” নামে বিভিন্ন রুগীকে এম্বুলেন্স ও অক্সিজেন সেবা দেয়। এই সেবা দেওয়ার সময় যে টাকা উদ্বৃত্ত হয়েছে সেয় টাকায় গাংনী উপজেলার দুটি গ্রামে ফ্রী মেডিকেল ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার অংশ হিসাবে আজ শনিবার সাহারবাটী গ্রামে ও আগামীকাল রবিবার বামন্দি গ্রামে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা: সজিবুল হক সজিব, ডা: মাহাফুজ রতন, ডা মো: মেহেদি হাসান রতন, ডা মো: মাহাবুবুর রহমান, ডা মো; আব্দুল আল মারুফ, ডা: মাহাবুবুল হাসান মেহেদি, ডা: শোভন মল্লিক, ডা: মো: শাহেদ, ডা: শামিমা আক্তার হিরা, ও ডা: আদিলা আজাহার আরশি।
পূর্ববর্তী খবর