মেহেরপুর প্রতিনিধিঃ ২৭-০৮-২৩ ইং।
মেহেরপুরে র্যাব ও গাংনী থানা পুলিশের পৃথক টিম শনিবার রাতে অভিযান চালিয়ে ৬ মাদক পাচারকারীকে আটক করেছে। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ গ্রাম হেরোইন। আটক পাচারকারীদের বিরুদ্ধে মামলাসহ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এরা হচ্ছে- মেহেরপুর সদরের তেঘরিয়া গ্রামের বদর শেখের ছেলে মিঠু শেখ(৫৫), গাংনীর ছাতিয়ান পাকারপাড়ার আনারুল ইসলামের ছেলে বাশারুল ইসলাম(২৬), আব্দুল বারির ছেলে শামীম(২২) করমদি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে খোকন(২৩), কাজিপুর খন্দকার পাড়ার আনিছুর রহমানের স্ত্রী দিপালী(৪০) ও বামন্দী ক্যাম্প পাড়ার বোরহান উদ্দীনের ছেলে জয় আহম্মেদ(১৯)।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ড্র মনিরুজ্জামান জানান, তেঘরিয়া আশ্রায়ন প্রকল্পের পাশে গাঁজা বিক্রি হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে সন্ধ্যা রাতে অভিযান চালানো হয়। এসময় মিঠু শেখের কাছে ৭০০ গ্রাম গাজা পাওয়া গেলে তাকে আটক করে মামলাসহ সদর থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, করমদি ও কাজিপুর বর্ডার এলাকায় মাদক পাচার হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে পুলিশের পৃধক দুটি টীম অভিযান চালায়। করমদি মাঠ সংলগ্ন এলাকা থেকে এসআই সহিবুর ও সঙ্গীয় ফোর্স বাশারুল ইসলাম, শামীম ও খোকনকে তিন গ্রাম হেরোইনসহ আটক করেন।
অপরদিকে কাজিপুর বর্ডার এলাকা থেকে এসআই আশিকুর ও সঙ্গীয় ফোর্স দিপালী ও জয় আহম্মেদকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করেন।
মিজানুর রহমান অপু
মেহেরপুর ০১৭১২১৭৯৬৫৩