মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীর রাজাকারের পুত্র সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের অপসরনের দাবিতে জেলা প্রশাসকের দপ্তরে প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার বিকালে রাজাকার ও অনুপ্রবেশকারী মুক্ত আওয়ামী লীগ গঠন বাস্তবায়ন পরিষদ এ স্মারকলিপি প্রদান করে।
কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ, সদস্য সচিব ইসমাইল হোসেন উপস্থিত থেকে স্মারকলিপি প্রদান করেন। এ সময় মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়েছে স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগে বর্তমানে স্বাধীনতার বিপক্ষের শক্তি যুদ্ধাপরাধী রাজাকার, অনুপ্রবেশকারী ছদ্মবেশে ঢুকে পড়েছে। এদের অত্যাচার ও ষড়যন্ত্রের বঙ্গবন্ধু প্রকৃত আদর্শ স্বত্বাধিকার মূল্যবোধ বিশ্বাসী ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা দলের সর্বস্তরের অবহেলিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কোন গুরুত্বপূর্ণ জায়গায় রাজাকার অনুপ্রবেশকারী ও হাইব্রিড থাকবে না। কিন্তু ২০১৮ সালের ৩১ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ গাংনী আসনে চিহ্নিত গনি রাজাকার পুত্র সাহিদুজ্জামান খোকনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়।স্মারকলিপিতে গাংনীর সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের অবৈধ ধন-সম্পদ দুর্নীতি তদন্ত ও আওয়ামী লীগ থেকে অপসারণের দাবি করা হয়েছে।
পূর্ববর্তী খবর