মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার(০৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে এ জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ জানান,অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রয়ের অপরাধে মেসার্স খুশি মিষ্টান্ন ভান্ডার এর স্বত্বাধিকারী শিমুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১ হাজার টাকা,অস্বাস্থ্যকরভাবে মিষ্টি ও অন্যান্য খাবার তৈরি, ফ্রিজে রেখে প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মেসার্স ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার স্বত্বাধিকারী রহিদুল ইসলামকে ৪৩ ও ৫১ ধারায় ৬ হাজার টাকা,মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মেসার্স রকিবুল ফল ভান্ডারের স্বত্বাধিকারী রকিবুল ইসলামকে ৫১ ধারায় ১হাজার টাকা ও একই অপরাধে মেসার্স আরিফ স্টোরের স্বত্বাধিকারী আরিফুল ইসলামকে ২হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম ও গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মশিউর রহমান এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম উপস্থিত ছিলেন।