মেহেরপুর প্রতিনিধি: ১০-০১-২০২৪
নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস কারাগারে। আজ বুধবার দুপুরে মেহরপুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন । মুজিবনগর আমলি আদালতের বিচারক জাহিদুল হক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য ৮ তারিখে রাত সাড়ে ৯ টার দিকে আনন্দবাস গ্রামে মেহেরপুর-১ আসনে নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের কর্মী-সমর্থকরা বিজয় মিছিল শুরু করে। মিছিলটি স্বতন্ত্র প্রার্থীর নেতা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাসের বাড়ির সামনে পৌঁছালে মিছিলের মধ্যে থেকে পরাজিত স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে চড় থাপ্পড় মারে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । সংঘর্ষে উভয় পক্ষের ২০জন আহত হয়। এয় ঘটনায় মুজিবনগর থানায় জিয়া উদ্দিন বিশবাস সহ ২৫ জনকে আসামি করে একটি মামলা হয়। আজ বুধবার জিয়া উদ্দিন বিশ্বাস সহ ১৬ জন আদালতে হাজিরা দিলে আদালত ১৫ জনের জামিন মঞ্জুর করেন ও জিয়া উদ্দিন বিশ্বাসের জামিন নামুন্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।