মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে এক নারীর কাছ থেকে জমির খাজনা পরিশোধের জন্য জেলা প্রশাসকের নাম ভাঙ্গীয়ে ১ লক্ষ টাকা উৎকচ গ্রহণের অভিযোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার আবু বক্কর সিদ্দিককে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার শেষ বিকালের দিকে আবু বক্কর সিদ্দিককে কারাগারে পাঠানো হয়। আবু বক্কর সিদ্দিক গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত রয়েছেন।
মেহেরপুর জেলা প্রশাসন আফিস সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দীক মেহেরপুরের গাংনী উপজেলার কুমারী ডাঙ্গা গ্রামের মাহবুল আলমের স্ত্রী শামীমা নাসরিনকে রেকডীয় জমির ২০২০ সালের ২১ জুলাই থেকে ২০২২ সালের ২১ জুলাই এর আগ পর্যন্ত খাজনা পরিষোধসহ হোল্ডিং চালুর ব্যবস্থা করে দেবে বলে জানান। আর এ জন্য মেহেরপুর জেলা প্রশাসকের ২ লক্ষ ৪০ হাজার টাকা দিতে হবে বলেও জানান। সেমতে শামিমা নাসরিন আবুবক্কর সিদ্দিককে প্রথম পর্যায়ে ১ লক্ষ টাকা প্রদান করেন। কিন্তু টাকা দেওয়ার পরেও খাজনা পরিষদের বিষয়টি সমাধান না হওয়ায় শামিমা নাসরিন জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ পত্র পাওয়ার পর জেলা প্রশাসক প্রাথমিক তদন্ত শুরু করেন এবং ঘটনার সত্যতা পান। এর পর আবু বক্কর সিদ্দিকের নামে আজ বৃহস্পতিবার মেহেরপুর সদর থানায় ৪২০/৪০৯ পেনাল কোড ১৮৬০ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (১)এর (ঘ) ধারা একটি বিভাগীয় মামলা দায়ের করেন। যার মামলা নং ৩১। মামলা দায়েরের আগের দিন বুধবার রাতে আবু বকর সিদ্দীককে থানা পুলিশের হেফাজতে নেওয় হয়। বৃহস্পতিবার বিাকালে মামলা দায়েরের পর তাকে আদালতে নেওয় হয়। মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক এস এম শরীয়ত উল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পূর্ববর্তী খবর