মেহেরপুর প্রতিনিধি(০৭.১০.২৩)
তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে মেহেরপুরের বিভিন্ন গ্রামের ফসলের মাঠ, ধ্বসে গেছে বিভিন্ন রাস্তা বাড়ির প্রাচীর ও কাঁচাঘর। তেরাইল- দেবীপুর, চককল্যানপুর, পলাশী পাড়ার,ভরাট মাঠের কলাই, সবজি, আমন ধানসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে। পানিতে তলিয়ে যাওয়া ফসলের মাঠ কাঁদছে কৃষক। চাষীরা বলছে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তারা। কৃষি কর্মকর্তা বলছেন জরিপ শেষে জানা যাবে ফসলের ক্ষতির পরিমাণ।
চাষী রহিদুল ইসলাম বলেন, বিলের ধারে আমার দেড় বিঘা কলাই ছিল। বেশি অর্ধেক পানির নিচে আর কিছু কলাইয়ের পাতা দেখা যাচ্ছে। তবে যেভাবে পানিতে ডুবেছে তাতে কোন গাছই বাঁচবেনা। এমন ক্ষতি শুধু আমার না জেলার কয়েকশ বিঘা জমির ফসল এ বর্ষায় ডুবে গেছে।
চাষী রুবেল হোসেন বলেন,বিলে আমাদের দুই বিঘা ধান ছিল সব ডুবে গেছে। অন্যান্য ফসল ছিল তাও তলিয়ে গেছে। প্রথম দিনের বৃষ্টিতেই সব ডুবে গেছে। এবার ধানে শিষ হবে কিনা সন্দেহ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন জানান,বৃষ্টিতে অনেক মাঠের ফসল ডুবে গেছে।কৃষি অফিস থেকে জরিপ করা হচ্ছে।জরিপ শেষে জানা যাবে কি পরিমান ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছ।
তিন দিনের বৃষ্টিতে মেহেরপুরে কৃষক কাঁদছে
পূর্ববর্তী খবর