মেহেরপুর প্রতিনিধি;০৯-০১-২০২৪
মেহেরপুর- মুজিবনগর নির্বাচনী এলাকায় গ্রামে গ্রামে ছড়িয়ে পড়া নির্বাচন পরবর্তি সহিংসতা নিয়ে সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর ১ আসনের সতন্ত্র পার্থী প্রফেসর আব্দুল মান্নান । আজ মঙ্গলবার দুপুর ১২টার সময় তার নিজ বাসবভনে লিখিত বক্তব্যে বলেন।
নির্বাচনে পরাজিত প্রার্থীর কর্মিসমর্থকরা পরাজয়ের লজ্জায় এবং নানাবিধ হুমকি ধমকির কারণে কিছুদিন ভয়ে আড়ালে আবডালে এবং ঘরেই অবস্থান করেন। অন্য দিকে বিজয়ী প্রার্থী স্বয়ং তার কর্মিসমর্থকদের আনন্দ মিছিল সাধারণত করতে দেন না এবং সহনশীল আচারণ করতে বলেন। কিন্তু বিজয়ী প্রার্থী প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নির্বাচনের প‚র্ব থেকেই আওয়ামীলীগ নেতা কর্মিদের শয়তান বলে আখ্যা দিয়ে আগে থেকেই তার কর্মিসমর্থকদের উসকানি দিয়ে রেখেছেন।
গতকাল ০৮ জানুয়ারি রাত ০৯.০০ টার দিকে প্রতিমন্ত্রীর জনাব ফরহাদ হোসেনের লোকজন মিছিল সহকারে গিয়ে মুজিবনগর উপজেলার চেয়ারম্যান প্রবীন আওয়াামীলীগ নেতা জেলা আওয়াামীলীগ এর সহ সভাপতি জনাব জিয়া উদ্দিন বিশ্বাসের বাসায় হামলা চালায় ইট পাটকেল ছোড়ে এবং তার লোকজনকে মারধর করে। এসময় আত্মরক্ষার্থে প্রতিরোধ করলে সংঘর্ষ বাধে এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। জিয়া উদ্দিন বিশ্বাস ও তার লোকজন প্রানভয়ে আইনের আশ্রয় নেয়ার জন্য বাইরে যেতে পারছেন না। এছাড়াও একই উপজেলার বাগোয়ান গ্রামের আওয়াামী লীগ কর্মি লালনের বাড়িতে হামলা করা হয়।
সদর উপজেলার কলাইডাঙ্গা ও কালীগাংনী গ্রামে মহিলা মেম্বার বুলবুলি খাতুন ও মহিলা মেম্বার রহিমা খাতুন ভেজালীকে মেরে আহত করে । বুলবুলিকে রাজশাহী মেডিকেল কলেজে রেফাড করা হয়েছে। কালীগাংনীর অনেকে প্রাণ ভয়ে বাড়ি ছাড়া। তেরোঘরিয়া বিল দখল করে নিয়েছে, যতারপুরে সাহেব আলীর কলা বাগান ও পেঁপে বাগান তছরুপাত করেছে। সোনাপুরে ছফর আলীর বাড়িতে হামলা করা হয়েছে। উজলপুরে মনছুদ্দিন ও তার পরিবারকে মারধর করেছে। গোভীপুরে আহছুনুর রহামন গোপালের উপর হামলা করেছে । আশরাফপুরে হায়দার ও নিজাম সহ ১০/১২ জন আওয়াামী লীগ কর্মিকে মারধর করেছে । দক্ষিণ শালিকায় ওসাইদ মেম্বারের অফিসে হামলা করেছে। রাধাকান্তপুরে ইসমাইল মেম্বারের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে । চাঁদবিলে হাবিবের বাড়িতে হামলা করেছে । মেহেরপুর পৌরসভার ০৫ ওয়ার্ড আওয়াামী লীগ সভাপতির অফিসে তালা দিয়েছে । এছাড়াও প্রতিনিয়তই হামলার ঘটনা ঘটছে। অবিলম্বে এর অবসান না হলে হামলার শিকার ব্যক্তিরা নিজেদের বাঁচার তাগিদে ঘুরে দাড়ালে আরো মারাত্মক সংঘর্ষ হবার সম্ভবনা আছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়াামী লীগের সহ সভাপতি অ্যাড মিয়াজান আলী, আব্দুল মান্নান ছোট , মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও পৌরসভার মেয়র মাহাফুজুর রহমান রিটন, সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ গোলাম রসুল, মুজিবনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু প্রমুখ।
পূর্ববর্তী খবর