সুবেহ সুলতানা
প্রতিযোগিতার এই যুগে প্রতিনিয়ত আমরা নতুন যে শব্দগুলো শুনে থাকি তার মাঝে বহুল প্রচলিত হচ্ছে, Personal Branding। ব্র্যান্ডিং শব্দটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। আক্ষরিক অর্থে ব্র্যান্ডিং হল যেকোনো ব্যবসা বা পণ্যকে স্বকীয়তা প্রদান করে এমন চিহ্ন।
তবে এখন ব্র্যান্ডিং বলতে শুধু ব্যবসাকে স্বকীয়তা প্রদান করাই বোঝায় না। বরং এই স্বকীয়তাকে মানুষের সামনে ফুটিয়ে তোলা এবং তা বজায় রাখার সম্পূর্ণ প্রক্রিয়াকেই বোঝানো হয়। কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং? সে আবার কী? নিজেকে নিজে আবার কিভাবে ব্র্যান্ডিং করব? এসব প্রশ্নের উত্তরই আমরা এখন জানব!বে
শিরভাগ মানুষের কাছেই পার্সোনাল ব্র্যান্ডিং বিষয়টা এখনো অজানা। অথচ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে এ সম্পর্কে জানা অনেকটা আবশ্যক।
ই-কমার্স বিজনেস এ সেল এর একটা প্রধান এবং বড় কারন কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং বহন করে।
আপনারা মানেন আর না মানেন “আপনার নিজের ব্র্যান্ড তৈরি করার মাধ্যমে আপনি আপনার আশেপাশের মানুষের কাছে নিজের যে গল্পটি বলতে চান তা নিয়ন্ত্রণ করার সুযোগ তৈরি করে নিতে পারেন। আপনার ব্যবসার সাথে একযোগে একটি Personal Brand তৈরি করে আপনি আপনার মত একই অভিজ্ঞতা, কর্ম-প্রক্রিয়া এবং দক্ষতার অধিকারী মানুষদের নিয়ে একটি কমিউনিটি তৈরি করতে পারেন।
পার্সোনাল ব্র্যান্ডিং-এর মাধ্যমে আপনি বিক্রি করার আগেই পণ্যের মান সম্পর্কে ক্রেতাকে নিশ্চিত করে দিতে পারবেন।”
আমি চাই আপনারা পার্সোনাল ব্র্যান্ডিং এ নিজেদের প্রতিস্ঠিত করুন। পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্রং হলে সেল নিয়ে চিন্তা করতে হয় না।
( ওনার অফ ললনা)