সাদিয়া রহমান:
অনেক উদ্যোক্তা আছেন যারা কাজ শুরু করেছেন ঠিকি কিন্তু প্রচার বা প্রসার এর জন্য কোনো কাজ করেন না।আপনার পেজ বা গ্রুপ অনেকেই হয়তো চিনে বাট আপনাকে কেউ চিনে না।
আমার নিজের মনে সব সময় একটা জিনিস কাজ করে আর সেটা হলো আমি আমার নাম টাকে তুলে ধরতে চাই।মানুষ আমাকে চিনবে আমি সেটা চাই।একটা মানুষ যখন আপনাকে চিনবে এবং জানবে তখন আসলে আপনার কাজ টা অটো সামনে চলে আসবে।
বিজনেস শুরু করেছেন এমন অনেক মানুষ আছেন যারা নিজের পেজ/গ্রুপ এ জন্য অনেক টাকা খরচ করেন।বুস্ট করা,এড দেয়া সব কিছুই করেন পেজ এর জন্যে।কিন্তু পেজ টার ওনার কেই কেউ চিনে না!!!!
এভাবে কি সত্যি সম্ভব সামনে আগানো???
সহজ ভাষায় যদি বলি তাহলে বলবো আপনি মানুষ এর সাথে আপনার কমিউনিকেশন বাড়ান।এখন সোশ্যাল মিডিয়ার যুগ ভাই।ঘরে বসে যে পরিমাণ পাবলিসিটি করা পসিবল সেটা করতে হলে একটা সময় ১০০মাইল পথ চলতে হতো।
ধরেন আপনি আপনার কোনো পছন্দের একটা গ্রুপ এ একটিভ।প্রতিদিন কিছু না কিছু আপনি পোস্ট করেন।সেই পোস্ট গুলো কিন্তু একদিনেই সবাই চিনবে না।সময় দিন।একটা সময় আপনার নাম টা সবাই জানবে।তখন বলবে এই যে এটা অমুক আপুর কাজ।
আর একটা কথা মাথায় রাখতে হবে সেটা হলো আপনাকে হেল্প করার মনোভাব থাকতে হবে।আজকে কাউকে হেল্প করলেন একদিন এমন হতে পারে সেই মানুষ তাই আপনার কাজে লাগবে।
সব সময় সব জায়গায় প্রফিট এর কথা চিন্তা না করে নিজেকে তুলে ধরুন।এটা যে আপনার কত কাজে আসবে একটা সময় বুঝতে পারবেন।মনে রাখবেন আপনার কাজ আপনাকে সাফল্যর চূড়ায় নিয়ে যাবে ঠিক তখন যখন আপনি মানুষ এর মন জয় করতে পারবেন।
( ওনার অফ-cake world . মেহেরপুর থেকে কাজ করছে হোম মেড চকলেট,কেক, পেস্ট্রি নিয়ে)