মেহেরপুর প্রতিনিধি(৩১/০৮/২০২২):
মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ১০ টাকার ব্যাংক হিসাব খোলার জন্য প্রশিক্ষক আছিয়া খাতুনের মাধ্যমে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আই.জি.এ প্রকল্পের আওতাধীন ফ্যাশন ডিজাইন ও ফুড প্রসেসিং বিষয়ে ৯০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণে প্রতি শিফটে ১০০ জন নারী অংশ গ্রহণ করেন। ব্যাংক হিসেবের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ১২ হাজার টাকা করে প্রদান করা হয়। এই ব্যাংক হিসাব খোলার কথা বলে প্রশিক্ষক আছিয়া খাতুন তাদের কাছ থেকে মাথাপিছু ২০০ টাকা করে আদায় করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশিক্ষণার্থীরা জানান, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজার দোহাই দিয়ে প্রশিক্ষক আছিয়া খাতুন টাকা দিতে বাধ্য করেছে। ব্যাংক হিসাব খুলতে কোন ১০ টাকা লাগে বলে তারা জানেন। কিন্তু প্রশিক্ষণের ক্ষেত্রে অসুবিধা হবে এমন ভয়ে তারা টাকা দিয়েছেন।
কোন তথ্য নিতে হলে স্যারের সাথে (উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা) কথা বলতে হবে বলে অভিযোগের বিষয়টি কৌশলে এড়িয়ে যান প্রশিক্ষক আছিয়া খাতুন।
মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এ বিষয়টি শুনেছি। আমি বিষয়টি খতিয়ে দেখছি প্রমান পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।