মেহেরপুর জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, সাবেক পৌর ও উপজেলা চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালু ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ…. রাজেউন) বুধবার ভোরের দিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৯) বছর।
খন্দকার আমিরুল ইসলাম পালু দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, কিডনির জটিল রোগে ভুগছিলেন। তিনি মেহেরপুর পৌরসভার কমিশনার এবং পরে পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পর ১৯৮৮ সালের দিকে প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
খন্দকার আমিরুল ইসলাম পালু জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন মেহেরপুর জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি মেহেরপুর ২ বার পৌর কমিশনার ও পরবর্তিতে পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মেহেরপুর উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন।
বর্ষীয়ান রাজনীতিবিদ খন্দকার আমিরুল ইসলাম পালুর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।