মুজিবনগর প্রতিনিধি:
মুজিবনগর উপজেলা কে ২০২২ সালের জুন, জুলাই এর মধ্যে ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় মুজিব শতবর্ষ কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই ঘোষণা কে বাস্তবায়িত করার লক্ষ্যে, মুজিবনগর উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন , উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম মাহবুব আলম রবি।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার ৪ ইউনিয়নের ওয়ার্ড সদস্য সদস্যাবৃন্দ। আলোচনা সভায় সভাপতি তার বক্তব্যে বলেন আগামী ১৪ জানুয়ারি হতে ১৮ জানুয়ারি ৪ দিন উপজেলার গৃহহীন ও ভূমিহীন পরিবারের আবেদন গ্রহণ করা হবে। সরকারি পরিপত্র অনুযায়ী সঠিক তদন্তের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবার বাছাই পূর্বক তাদেরকে গৃহ ও ভূমি প্রদান করা হবে। গৃহহীন ভূমিহীন পরিবার বাছাইয়ের জন্য তিনি জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা বিশিষ্ট জনদের কাছে সহযোগিতা কামনা করেন।