প্রথম রাজধানী:
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের খাবার রাখার অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড় এলাকা মেসার্স মডান ব্রেড এন্ড কনফেকশনারিতে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সেখান থেকে বিপুল পরিমাণ মেয়াদউত্তীর্ন বিভিন্ন খাদ্য পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং দোকান মালিকের নিকট থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ অভিযানের নেতৃত্ব দেন।