মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের টঙ্গি গ্রামের মোছাঃ আদুরি খাতুন আপন দেবরসহ ৫ জনের বিরুদ্ধে ১লাখ ৪০ হাজার টাকা লুটপাট সহ মারধরের মামলা করে নিরপত্তাহীনতায় ভুগছে ।
গত ৩০শে মার্চ ২০২৩ তারিখে মোছাঃ আদুরি খাতুন মেহেরপুর আদালতে আপন দেবর মোঃ সালামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে ০১-৪-২০২৩ তারিখ রাতে আসামিরা বাড়িতে এসে মামলা তুলে না নিলে জিবন নাশের হুমকি দয়েছে বলে অভিযোগ করছে আদুরি খাতুন । আদুরি খাতুন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের টঙ্গি গ্রামের মোঃ রিহানের স্ত্রী।
আদুরি খাতুন বলেন আমার কোন পুত্র সন্তান নেই । আমার দুই কন্যা সন্তানের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় আমাদের সম্পত্তি জবর দথল নেওয়ার জন্য তার আপন দেবর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে আসছিলো । ২৮-০৩-২০২৩ তারিখ মঙ্গলবার রাত ১১টার সময় তার দেবর মোঃ সালাম দেবরের বন্ধু টঙ্গি গ্রামের মোঃ মধুর ছেলে মোঃ বিপ্লব , মৃত দাউদের ছেলে মোঃ গুলাম , মোঃ মধু ও মোঃ মামুন বাড়ির দরজায় কড়া নড়ায় । আমি স্বামি ভাবিয়া দরজা খুলি । দরজা খোলার সাথে সাথে সালামরা দেশীয় অস্ত্রনিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে আমাকে রক্তাক্ত জখম করিয়া ১ ভরি ওজেনের সর্নের চেইন ও নগদ ১লাখ ৪০ হাজার টাকা নিয়ে চলে যায় । এয় ঘটনায় আমি বাদি হয়ে ৩০শে মার্চ ২০২৩ তারিখে মেহেরপুর আদালতে মামলা করে । মামলার খবর পেয়ে সালামরা শনিবার রাতে আমার বাড়িতে এসে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে ।
অভিযুক্ত সালাম বলেন আমি শুনেছি আমার নামে মামলা হয়ছে কিন্তু কেন আমি কিছুই জানিনা । আমার ভাই ও ভাবির সাথে আমি কোন খারাপ আচারন করিনি ।
পূর্ববর্তী খবর