মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তোতাকে কারণ দর্শানার নোটিশ দিয়েছে মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ওয়ালিউল্লাহ।
আজ মঙ্গলবার এ কার দর্শানার নোটিশ প্রদান করা হয়। উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ১৮ লঙ্ঘনের দায়ে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না? তা আগামী ২ মে বিকাল চারটার মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য রফিকুল ইসলাম তোতাকে নির্দেশ দিয়েছেন
মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ওয়ালিউল্লাহ জানান, গত ২৬ এপ্রিল অপর চেয়ারম্যান প্রার্থী আমান হোসেন মিলুর বিরুদ্ধে উস্কানিম‚লক বক্তব্য প্রদান করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ২৭ এপ্রিল মুজিবনগরের রতনপুর গ্রামে আমাম হোসেন মিলুর নির্বাচন অফিস ভাঙচুর করে। আমাম হোসেন মিলুর এ বিষয়ে নির্বাচন কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেন। এ অভিযোহের ভিত্তিতে প্রেক্ষিতে রফিকুল ইসলাম তোতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।