মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে ও আমার দারাজের সহযোগিতায় ১৮৯ জন শীতার্ত প্রতিবন্ধী ব্যক্তি ও দরিদ্র ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালের দিকে থেকে বল্লভপুর কবরস্থানের পাশে এবং রতনপুর মোল্লা পাড়ায় বাগোয়ান অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে ও আমার দারাজের সহযোগিতায় ১৮৯ জন শীতার্ত প্রতিবন্ধী ব্যক্তি ও দরিদ্র ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, আমার দারাজের সহযোগিতায় এ বছর আমরা ঢাকা, রংপুর, মেহেরপুর এবং বান্দরবান জেলায় মোট ৬৯১ জন দরিদ্র প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করছি। এ কাজে এগিয়ে আসার জন্য আমার দারাজকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে দেশের বিত্তবান ব্যক্তিদের এ মহতী উদ্যোগে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
কম্বল বিতরনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আয়ুব হোসেন, ইউপি সদস্য বাবুল মল্লিক, বল্লভপুর প্যারিশের রেভা. মৃত্যুঞ্জয় মন্ডল, ঢোলমারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিনিধি অসিত মোল্লা প্রমুখ।