প্রথম রাজধানী :
মাটিবহনের সময় মুজিবনগর উপজেলার বিভিন্ন সড়কে মাটি ফেলে চলাচলের বিঘ্ন ঘটানোর অপরাধে মাটি বহনকারী তিন ট্রাকটার ড্রাইভারের নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জরিমান প্রদানকারিরা হলেন মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের আব্দুল মজিদের ছেলে কামাল, মুজিবনগর উপজেলার গৌরনগর গ্রামের কাওসার আলী ছেলে স্বপন এবং একই উপজেলার পুরোন্দপুর গ্রামের আরশেদ আলীর ছেলে রবিউল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় ট্রাক্টর চালকগণ তাদের ট্রাক্টরে মাটি বহন করার সময় মুজিবনগরের বিভিন্ন সড়কে মাটি পড়ে। বৃষ্টির পানিতে এসব সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়।সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ এর ১ ধারায় তাদের কাছ থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।