মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পোস্টার মারাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমার্থকদের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছে।
আহিত আলমামুন বারাদি ইউনিট ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোমিনুল ইসলামের জামাতা।
স্থানীয়রা জানান, রবিবার রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোমিনুল ইসলামের সমর্থকরা বারাদি ইউনিট ছাত্রলীগের লীগের সভাপতি আল মামুনের নেতৃত্বে নৌকার পোস্টার মারার জন্য বের হন। এসময় বারাদি হাইটেক পার্ক এলাকায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ সালে আল আজিজ টনিক (আনারস) সমর্থকদের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সালে আল আজিজ টনিকের সর্মথকরা আব্দুল মামুনকে হামলা করলে তার মাথা ফেটে যায়। এ ঘটনার পরপরই বারাদি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পওে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মমিনুল ইসলাম জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আপর প্রাথী সালে আল আজিজ টনিক জানান প্রতিপক্ষরা নৌকা সমর্থনে আমার অফিসের সামনে পোস্টার মারছিলো। অফিসে তাদেরকে পোস্টার মারতে নিষেধ করা হয়। এ সময় কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা এসে আমার অফিস ভাঙচুর করে ও আমাদের হামলা করে।
মেহেরপুর সদর থানার ওসি শাহা দারা খান জানান ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়োন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।