মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে মিনারুল ইসলাম নামে এক দালালকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডের নেতৃত্বে আজ রবিবার দুপুর ১ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
আটক মিনারুল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার সোনাউল্লাহ মন্ডলের ছেলে।
এ সময় আটক মিনারুলের কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার ৪ টি পাসপোট, বৈদেশিক মুদ্র ও বেশ কয়েকটি আইডি কাড উদ্ধার করে ডিবি পুলিশ।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারা দন্ড দেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আবুসাঈদ।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় মিনারুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই)অজয় কুমার কুন্ডু জানান, মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক দালালঅবস্থান করছেন এমন সংবাদের ভিত্ত্বিতে তাকে আটক করা হয়।আটকের পর তার কাছ থেকে ৪ টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এছাড়া তা মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে অসংখ্য পাসপোর্টের বিভিন্ন তথ্য উদ্ধার করা হয়েছে।
দন্ডাদেশপ্রাপ্ত মিনারুল ইসলামকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।