মেহেরপুর প্রতিনিধি (৩০.১১.২৩)
দ্বাদশ জাতীয সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি অসনে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মো: শামীম হাসানের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে মনোয়ন পত্র জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিদ্রোহী প্রার্থী ( সতন্ত্র) হিসাবে মনোনয়নপ্রত্র জমা দিয়েছেন সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয কমিটির সদস্য জয়নাল আবেদীন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মিয়াজান আলী ও অ্যাড. ইয়ারুল ইসলাম। জাতীয় পাটির মনোনিত প্রার্থী জেলা জাতীয় পাটির সভাপতি আব্দুল হামিদ, এনপিপি‘র জেলার সভাপতি তরিকুল ইসলাম, জাকের পাটির জেলার সভাপতি সাইদুল আলম শহিন।
মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: আবু সালেহ মোঃ নাজমুল হক সাগর, আওয়ামী লীগের বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী হিসাবে আশরাফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা নুর আলম রিন্টু, জাহাঙ্গীর আলম বাদশা, তৃণমুল বিএনপি’র সাবেক সংসদ সদস্য আঃ গণি বংলাদেশ কংগ্রেসের আল ফারুক, জাকের পাটির সামসুজ্জোহা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র জমাদানের বিষয়টি মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মো: শামীম হাসান নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী খবর